সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ - ১২:০১
শ্রেষ্ঠ শাসক

হাওজা / হযরত ইমাম আলী (আ.) একটি রেওয়ায়েতে শ্রেষ্ঠ শাসকের পরিচয় দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত হাদিসটি ‘গেরারুল হেকাম’ গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম আলী (আ.) বলেছেন:

خَيْرُ الْمُلوكِ مَنْ اَماتَ الْجَوْرَ وَ اَحْيَى الْعَدْلَ؛

সর্বোত্তম শাসক সেই, যে জুলুমকে ধ্বংস করে এবং ন্যায়বিচারকে পুনরুজ্জীবিত করে।

(গেরারুল হেকাম, ৩য় খন্ড, পৃ. ৪৩১, হা. ৫০০৫)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha